মাদারবাড়ি শোভনীয় ক্লাবের এক সভা ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসন্ন মরহুম ঈশা মো. দুলাল ও মরহুম দেলোয়ার হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয় । এতে সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন কে আহবায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুন-অর-রশিদকে সিনিয়র যুগ্ম আহবায়ক, আলাউদ্দিন ভুঁইয়া ও আব্দুল আজিজ কে যুগ্ম আহবায়ক, আদনানুল ইসলাম চৌধুরী কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন মোশাররফ হোসেন লিটন, নুর জাহেদ বাবলু, রাসেল রাজু, আব্দুর হামিদ নয়ন, আরাফাত আমজাদী, মো. ফয়সাল, মো. আলাউদ্দিন, ওমর ফারুক, ঈসমাইল, রিফাত হোসেন নান্নু, আব্দুল হামিদ জনি, সাইমন আহমেদ শাহেদ, ওয়াহিদুল আলম অভি, সাকিবুল হাসান অভি, আশরাদুল হক মুন্না, মাকসুদ, মো. ইমন হোসেন, আরমান হোসেন ইমন।