মাদারবাড়ি উদয়ন সংঘের এক মতবিনিময় সভা ক্লাবের আহবায়ক গোলাম মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ বখতেয়ার। সভায় বিগত কমিটি এবং আহবায়ক কমিটির সমন্বয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি করা হয়েছে মনির আহমেদকে। সাধারন সম্পাদক করা হয়েছে নুরুল আমিনকে। মোঃ আবদুল হাইকে সিনিয়র সহ সভাপতি করা হয়। সহ সভাপতি করা হয়েছে যথাক্রমে মনির আহমেদ সেলিম, হাজি মোঃ মহসিন, আরিফুল ইসলাম রুবেল, এ কে এম মামুন রেজা এবং শাহীন সরওয়ারকে। হাসান মোহাম্মদ মোক্তার এবং মোস্তাকিম আহমেদ গুড্ডু যুগ্ন সম্পাদক। মনির উদ্দিন সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম অর্থ সম্পাদক, এম এ মুছা বাবলু ক্রীড়া সম্পাদক, আবদুল্লাহ ফারুক নোবেল দপ্তর সম্পাদক, শাহেদ আলম প্রচার সম্পাদক, আফছার উদ্দিন সমাজ সেবা সম্পাদক, মাহের আহমেদ মাহি শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদ এবং কামরুন নাহার আনিচকে মহিলা সম্পাদিক করা হয়েছে। এছাড়া কমিটিতে নির্বাহি সদস্য করা হয়েছে ১৯জনকে।