প্রয়াত গল্পকার, কবি ও নাট্যজন মুহাম্মদ আলীশাহ্’র স্মৃতি সমুন্নত রাখতে মাদারবাড়িতে প্রতিষ্ঠা হলো ‘মুহাম্মদ আলীশাহ্ স্মৃতি গ্রন্থাগার’। সম্প্রতি এর উদ্বোধনী অনুষ্ঠান ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আবদুল্লাহ ফারুক নোবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট জিনাত আজম, শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ, আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, লায়ন রাজিব সিনহা।
এছাড়া বক্তব্য রাখেন কবি আজিজ রাহমান, সংগঠক এম কামাল উদ্দিন, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, মোহাম্মদ মহসীন, শিশুসাহিত্যিক সৈয়দা সেলিমা আক্তার, কস্তুরী সিংহ, আলী সাদাত, শিল্পী জয়নুল আবেদীন, সৈয়দা বদরুন্নেসা, সৈয়দা ডালিয়া, ডা. কায়সার ইকবাল, ডা. সরওয়ার কামাল পাশা, ডা. সানজিদা কবির, মোহাম্মদ মনজুর হোসাইন প্রমুখ। রাদিয়া প্রকাশন ও মুকুল মেলার পক্ষ থেকে অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করে রাদিয়া আফরীন নাশরাহ্। এছাড়া ছিলেন, নাজনীন মিতু, মুনীম, কাজী সাইফুল, রাসেল, ইমন, জাকির হোসেন, নাইমুর রহমান, মনজুর আলম, রশ্নি আলপনা, সৈয়দুরন্নেছা, শেহ্জাদ, ফারিয়াল, শিহাব, তাজু, মাশরাফুল ফারহান, আবির বাপ্পা, শাকিল, আরাফাত আমিন প্রান্ত, শান্ত, পিয়াল, নিহাল, সাহিল, রিমন, বাপ্পা, শোভন, রাজীব, পাভেল, রানা, সীরাত, আনাফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












