মাদারবাড়ী উদয়ন সংঘের আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা গত সোমবার সম্পন্ন হয়েছে। ক্লাবের সিনিয়র সহ–সভাপতি আবদুল হাই এর সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক এম এ মুসা বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস এর নির্বাহী সদস্য অহিদ সিরাজ স্বপন, চট্টগ্রাম মোহামেডান ক্লাবের যুগ্ম সম্পাদক চসিক ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। সিজেকেএস কারাতে কমিটির সম্পাদক দিদারুল আলম মাসুম। এতে আরো উপস্থিত ছিলেন উদয়ন সংঘের মো. মহসিন, মো. রুবেল, যুগ্ম সম্পাদক হাসান মো. মোক্তার, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল ফারুক, আবছার উদ্দিন, তাজুল ইসলাম ও রাশেদ জোবায়ের। আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ক্যারম, দাবা, লুডু প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। অনুষ্ঠান শুরুর পূর্বে উদয়ন সংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।