মাদামবিবিরহাটে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

১২টি দোকান পুড়ে ছাই, মহাসড়কে দীর্ঘ যানজটে যাত্রীদের ভোগান্তি

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী ইউনিয়ন মাদামবিবিরহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও মাদাম বিবিরহাট এলাকার নৌ বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।

গতকাল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে সোনারগাঁও পেট্রোল পাম্পের পাশে আগুন লাগার ঘটনাটি ঘটে। খবর পেয়ে মাদামবিবিরহাটস্থ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের টিম এবং বিএমএমএর একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ফায়ার সার্ভিসের টিম আসার আগেই ১০১২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে পুরাতন জাহাজের বিভিন্ন মালামালের দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সব দোকানে ছড়িয়ে পড়ে। এসব দোকানে পুরাতন জাহাজের মুল্যবান জিনিসপত্র ছিল। আগুনে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষণিক জানা না গেলেও ওয়েল্ডিং কাজ করার সময় আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে আগুন লাগার পর পরই ঢাকাচট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে প্রায় ৩০/ ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে দূরপাল্লার যাত্রী সাধারণ। এ সময় হাজারো মানুষ চরম দূর্ভোগে পড়েন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ৯ টা ১০ মিনিটে খবর পেয়েছি। খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে ছুটে আসি। পরে সহযোগিতার জন্য আগ্রাবাদের একটি,বায়েজিদ ফায়ার সার্ভিসের দুইটি, মাদাম বিবিরহাট নৌ বাহিনীর একটি সহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে সিএনজি চালককে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের তিনসহ সারা দেশে বিএনপির ‘বিদ্রোহী’ ৫৫ নেতাকে বহিষ্কার