মাদাগাস্কার উপকূলে নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার এক বিবৃতিতে মাদাগাস্কারের সমুদ্র ও নদী বন্দর সংস্থা জানায়, নৌকাটিতে ৪৭ জন আরোহী ছিল, শনিবার তারা ফরাসি দ্বীপ মাইয়োটে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পথে নৌকাটি মাদাগাস্কারের আনকাজোমবোরোনার উপকূলীয় সাগরে ডুবে যায়। সংস্থাটি জানিয়েছে, নৌকাটি দুর্ঘটনায় পড়েছিল, তারপর ২৩ জনকে রক্ষা করা সম্ভব হলেও ২২ জনের মৃতদেহ পাওয়া যায়, আরও দুইজন নিখোঁজ রয়েছেন। খবর বিডিনিউজের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যাদের উদ্ধার করা হয়েছে তারা সবাই পালিয়ে গেছেন, অবৈধভাবে মাইয়োটে যাওয়ার চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে শঙ্কিত ছিলেন তারা।