হাটহাজারী উপজেলার কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদরাসা, নূরিয়া গাউছিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবন উদ্বাধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। তিনি বলেন, সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করছে। শেখ হাসিনার সরকারের সময়ে দেশে বেশি মাদরাসা এমপিওভুক্ত হয়েছে যা অতীতে কখনো হয়নি। নতুন নতুন ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নসহ মাদরাসা শিক্ষার মান সাধারণ শিক্ষার সাথে সমন্বয় রেখে সকল রকমের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সহসভাপতি শাহাদত হোসেন চৌধুরী, সাবেক সভাপতি এজাহার মিয়া চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম, নুরুল আলম চৌধুরী, মো. শাহজাহান, মো. আব্দুস সালাম, মো. গোলজার হোসেন, সাইফুদ্দিন, হাসান ফুয়াদ, আলাউদ্দিন চৌধৃুরী, তফাজুল হোসন চৌধুরী, মোকসেদ দুলাল, মো. আবুল কালাম, হাফেজ মো. এমরান উল্লাহ, শাহাজাহান উল কবির, মুহাম্মদ মিজান উদ্দিন কবির প্রমুখ। প্রে বিজ্ঞপ্তি।










