‘মাদরাসা শিক্ষার উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার’

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছে। মাদরাসায় আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করায় বর্তমানে মাদরাসা ছাত্ররাও যোগ্যতা বলে সরকারিবেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ পাচ্ছে। কওমী মাদরাসা শিক্ষাকে প্রধানমন্ত্রী জাতীয়করণ করেছেন।

স্কুল, কলেজ ভবনের পাশাপাশি প্রতিটি মাদরাসায় নতুন ভবন নির্মাণ করা করছেন। তিনি গত শুক্রবার চন্দনাইশ সদরস্থ কাশেমমাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশ সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পরিষদের সভাপতি মাও. আজিজুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে তকরির করেন মাও. আব্দুল বাসেত খান, মাও. খোবাইব বিন তৈয়্যব, মাও. . আ ফ ম খালিদ হোসেন, মাও. ওবায়দুর রহমান হুজাইফি, মাও. শামিম আল মামুন ক্বাসেমী, মাও. আনিছুর রহমান, মাও. হাফেজ মো. এমদাদ, মাও. আব্দুন নুর, মাও. হাবিবুল্লাহ, মাও. আবুল হাশেম, মাও. আব্দুল হালীম রশিদী, মাও. তাহের আজিজী, মাও. মো. হাসান মুরাদাবাদী, মাও. মো. ইব্রাহীম, মাও. আব্দুল হামিদ। ক্বেরাত পরিবেশন করেন মাও. মো. আতাউল্লাহ মাও. শোয়াইব আল হাসান।

পূর্ববর্তী নিবন্ধযারা সম্প্রীতি নষ্ট করে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে
পরবর্তী নিবন্ধদক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের পুনর্মিলনী