মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে জমিয়তুল মোদার্রেসীন

মতবিনিময় সভায় বক্তারা

| রবিবার , ১ জুন, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা জমিয়তুল মোদার্রেসীনের মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, শিক্ষাক্ষেত্রে মাদরাসা শিক্ষার অবদান সত্যিই অনস্বীকার্য। দক্ষতা ও যোগ্যতার মানদণ্ডে এ শিক্ষা সাধারণ শিক্ষা ব্যবস্থার চেয়ে মোটেও পিছিয়ে নেই। দেশের কলেজবিশ্ববিদ্যালয়গুলোর সাথে পাল্লা দিয়েই এগিয়ে চলছে মাদরাসা শিক্ষা। মাদরাসা শিক্ষাকে আরও অধিকতর প্রমোট করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। বিভাগীয় সমন্বয়ক অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ এর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ আলী আছগর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ খোরশেদুল আলম, অধ্যক্ষ একরামুল হক, অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যক্ষ সালেহ আহমদ আনচারী, উপাধ্যক্ষ কাজী মোহাম্মদ ইউনুছ রেজভী,অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দীন, অধ্যক্ষ মীর মোহাম্মদ নুরুল আমিন,অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ তোয়াহা মুহাম্মদ মুদ্দাছির, অধ্যক্ষ রিদুয়ানুল হক হক্কানী, অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী, হাফেজ মোহাম্মদ মঈনুদ্দীন প্রমুখ। সভায় আগামী ৩১ জুলাই এর মধ্যে কাউন্সিল আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা জমিয়াতুল মোদার্রেসীনের কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে অধ্যক্ষ ছালেহ আহমদ আনছারীকে আহ্বায়ক ও অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকায়ছারুজ্জামান খান ফারুক
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত