চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম। সন্ত্রাস ও জঙ্গিবাদের যেই তকমা ইসলামের ওপর আরোপ করার অপচেষ্টা চলছে, তার সঙ্গে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। গতকাল শুক্রবার আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত ফটিকছড়ি ধর্মপুর আজাদীবাজার আজিজিয়া হাশেমীয়া নূরীয়া মাদ্রাসা, সালমা–মোনাফ হেফজখানা ও এতিমখানার সালানা জলসা ও আজিমুশ্শান নূরানী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষার্থীদের আইটি শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। অন্যথায় পিছিয়ে পড়বে মাদরাসা শিক্ষা। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ও আজিজিয়া হাশেমীয়া নুরীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আবুল কাশেম নুরী (মু.জি.আ)। মেহমানে আ’লা ছিলেন ড. আল্লামা সৈয়দ শামীম উদ্দিন আহমদ মুনঈমী (মু.জি.আ.)। উদ্বোধক ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী।
মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী এবং মাওলানা জোবায়ের হোসেন কাদেরীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সহ–সভাপতি আবু আহমদ সওদাগর। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী, আল্লামা শাহ্ আলম নঈমী, শাহ্জাদা সৈয়দ হাসানুদ্দৌলা, ফটিকছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ শাহীন, সৈয়দ আবু জাফর মুনিরী, বাবুল চেয়ারম্যান, শফিউল আজম চেয়ারম্যান, সৈয়দ মাওলানা মুফাক্করুল ইসলাম, লায়ন এস এম শামসুদ্দীন, মুহাম্মদ আনোয়ার পাশা, মুহাম্মদ আব্দুল হক, নুরুল আমিন রেজভী, মুহাম্মদ মজহার, মুহাম্মদ শফি, জাবেদ জাহাঙ্গীর টুটুল, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, মাওলানা এবিএম মুজিবুল হক।
আন্জুমানে রজভীয়া নূরীয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ ফোরকান রেযা, মুহাম্মদ হাসান আলী, এইচ এম মঞ্জুরুল আনোয়ার, মাওলানা নুরুল আলম, মাহবুবুল আলম সওদাগর, জসিম কোম্পানী, তাজ মুহাম্মদ সওদাগর, মানিক সওদাগর, তৌহিদুল আলম সওদাগর, মুহাম্মদ জাহেদুল, আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ সাফওয়ান নূরী।