মাদরাসা শিক্ষার্থীদেরও তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন জরুরি

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদরাসায় বক্তারা

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ বলেছেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষতা এখন দারুণ বিস্ময়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। শুধু তাই নয়, তাবৎ দুনিয়া অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। বিশ্বের সাথে পাল্লা দিতে এক্ষেত্রে বাংলাদেশও কোনভাবেই পিছিয়ে নেই। সুতরাং জাতীয় জীবনে একটি দক্ষ প্রজন্ম গঠণে তথ্যপ্রযুক্তির ব্যবহার অপরিহার্য। তিনি বলেন,একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় মাদরাসা শিক্ষার্থীদেরও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন জরুরি। তিনি গতকাল বৃহস্পতিবার আহমদিয়া সুন্নিয়া আলিম মাদরাসার কম্পিউটার কোর্স উদ্বোধনকালে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ কাজী মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ মুনিরুল হাসান, ইসফাত জাহান, আবদুল করিম, মুহাম্মদ ইসমাঈল, আমিরুল ইসলাম, হাফেজ মুহাম্মদ জুবায়ের প্রমুখ। শেষে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাল বৃহত্তর সুন্নী জোটের জনসভা
পরবর্তী নিবন্ধরাউজানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল