মাদক হুমকি মোকাবেলায় ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

| বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১২:৫৫ অপরাহ্ণ

লাতিন আমেরিকার সংঘবদ্ধ মাদক পাচারকারী দলগুলোর হুমকি মোকাবেলার প্রচেষ্টার অংশ হিসেবে ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। খবর বিডিনিউজের।

বিষয়টি সম্পর্কে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা সোমবার জানিয়েছেন, পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সজ্জিত তিনটি এজিস ডেস্ট্রয়ার ওই উপকূলে হাজির হবে। লাতিন আমেরিকার সংঘবদ্ধ মাদক পাচারকারী দলগুলোকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদের দমন করার জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করতে চান।

ওই কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, যে জাহাজগুলো পাঠানো হয়েছে সেগুলো হল ইউএসএস গ্রেভলি, ইউএসএস জেসন ডানহাম ও ইউএসএস স্যাম্পসন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.২৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপুতিনের ওপর নতুন নিষেধাজ্ঞার কথা ভাবছেন ইউরোপীয় নেতারা : যুক্তরাজ্য