লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে মোহাম্মদ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তায় ৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত যুবক পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের পুত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদক সেবন করে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে নামে এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ৩ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










