চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেছেন, আমার আন্দোলন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রবাজের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি কিপাইতনগর স্কুল মাঠে সচেতন নাগরিক সমাজ আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, মাদক নির্মূল ও মাদকের কুফল থেকে জাতিকে রক্ষা করতে আপনাদের শপথ নিতে হবে। আপনারা সচেতন হলে দেশ মাদকমুক্ত হবে।
জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদ খান,বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন,নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আরিফ হোসেন। বক্তব্য রাখেন আমিনুল হক, ইউপি চেয়ারম্যান অহিদুল আলম, জিয়াউল হক জিয়া, ফারুকুল আজম, কাজী মাহমুদুল হক, হারুন অর রশীদ, সোহরাব হোসাইন,দিদারুল আলম, মো. হাসান,মো. এমরান মুহুরী,মো.করিম উদ্দিন, সাহেদা বেগম জেলি,শহীদুল ইসলাম আকাশ,মো.মহিউদ্দিন,খোরশেদ আলম,মাসুদ পারভেজ,জিয়াউল হক জিয়া, তাফসির চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, মাদক নিয়ে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। কাউকে ছাড় দেয়া হবে না। যারা, অপরাধী তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। প্রেস বিজ্ঞপ্তি।











