মাদক মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশের হিলভিউ হাউজিং এলাকা থেকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধারের একটি মামলায় সৈয়দ কাশেম নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি কক্সবাজারের টেকনাফ থানাধীন গুদারবিল এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

গতকাল সোমবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ জেবুন নেছার আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় রায় সৈয়দ কাশেম কাঠগড়ায় হাজির ছিলেন। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় ২০১৬ সালে একবার রায় হয়েছিল।

তখন আসামি উচ্চ আদালতে আপীল করেন। একপর্যায়ে উচ্চ আদালত কিছু নির্দেশনা দিলে সে অনুযায়ী রাসায়নিক পরীক্ষকসহ তিনজনের সাক্ষ্য গ্রহণ ও মামলার যুক্তিতর্ক কার্যক্রম শেষ করে এ রায় ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচাটগাঁইয়্যা নওজোয়ানের বর্ষপূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধসাওল হার্ট সেন্টারে ফ্রি চিকিৎসা পরামর্শ