মাদক মামলায় যুবকের পাঁচ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ১০:২৪ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় মো. রিয়াজ (২৫) নামে যুবকের ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়া এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত রিয়াজ কক্সবাজারের টেকনাফ থানার আলী জোহার ছেলে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মো. রিয়াজকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক জীবন বড়ুয়া এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। পরবর্তীতে চার্জশিট দাখিল পূর্বক চার্জগঠন করে এ মামলার বিচার শুরুর আদেশ হয়।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিবিরহাট শাখা উদ্বোধন