নগরীর কোতোয়ালী থানার একটি মাদক মামলায় দুই যুবককে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌসূলি অতিরিক্তি পিপি মো. নোমান চৌধুরী। কারাদণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন- আনোয়ারা উপজেলার রায়পুর এলাকার মৃত জেবন আহমেদের ছেলে মো. ইসহাক (৩৫) ও বোয়ালখালী উপজেলার মৃত সাধন চন্দ্র সরকারের ছেলে শাম্বু নাথ সরকার (৩৭)। এর মধ্যে মো. ইসহাক জামিনে গিয়ে পলাতক এবং শাম্বু নাথ সরকার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। ২০১৪ সালের ১৫ জুন সকালে কোতোয়ালী থানার কাজী নজরুল ইসলাম সড়কের মহানামা ফার্মেসির সামনে থেকে ৫০০ পিস ইয়াবাসহ মো. ইসহাক ও শাম্বু নাথ সরকারকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। পরে উপ-পরিদর্শক (এসআই) তপন কান্তি শর্মা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (৩) ধারায় একটি মামলা করেন। আদালতসূত্র জানায়, কোতোয়ালী থানা পুলিশের করা মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আদালত ৬ জন সাক্ষীর মধ্য থেকে ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। অতিরিক্ত পিপি মো. নোমান চৌধুরী বলেন, রায়ের জন্য বুধবার দিন ধার্য ছিল। সে অনুযায়ী বিচারক শুনানি করে রায় ঘোষণা করেন। পুরো বিচার পক্রিয়ায় আদালত ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।