মাদক নিয়ে কর্ণফুলীর মইজ্জারটেক হয়ে নগরীতে প্রবেশের চেষ্টা করেছে এমন দু’জনকে ৭ বছরের সাজা, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সাজা দিয়েছেন আদালত। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন না দুই আসামি। গ্রেপ্তার পরবর্তী জামিনে গিয়ে তারা পলাতক আছেন। এর আগে পুরো বিচার প্রক্রিয়ায় মামলার গুরুত্বপূর্ণ ৭ জনের সাক্ষ্য নেয় আদালত। গতকাল মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান দু’জনের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।
মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন, কক্সবাজারের টেকনাফ থানার হৃীলা পানখালী এলাকার দিলু মেম্বার বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে কামাল হোসেন এবং অপরজন পাশের এলাকার পানিরছড়া মৌলভী বাজার এলাকার আব্দুল হাকিমের ছেলে সৈয়দ নুর।
২০১৬ সালের ৩ মে গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পাচারের উদ্দেশ্যে উদ্ধারকৃত ইয়াবা নিয়ে কর্ণফুলী হয়ে নগরীতে প্রবেশের চেষ্টা করেছিলেন। কঙবাজারের টেকনাফ থেকে উদ্ধারকৃত এ সব ইয়াবা তারা সংগ্রহ করেন।
এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন এএসআই অর্নব বড়ুয়া মাদক আইনে মামলাটি করেন। আদালত সূত্র জানায়, পুলিশ মামলাটি তদন্ত শেষ করে ২০১৬ সালের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করলে একই বছরের ১৭ আগস্ট দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে আদালত।