মাদক মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

নগরীর সাইফুদ্দিন খালেদ রোডের চট্টগ্রাম ক্লাবের প্রবেশ মুখের সামনে থেকে ২৫২ লিটার ওজনের ৫০৪ টি বিয়ারের ক্যান উদ্ধারের মামলায় মো. শাহজাহান (পলাতক) নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন সিকদারের আদালত এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কানু রাম শর্মা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০০৭ সালের ২১ জুন চট্টগ্রাম ক্লাবের প্রবেশ মুখের সামনে থেকে ২৫২ লিটার ওজনের ৫০৪টি বিয়ারের ক্যানসহ মো. শাহজাহানকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলাটি দায়ের হয়।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির আইকিউএসির সেমিনার
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভার ১০৯ কোটি টাকার বাজেট ঘোষণা