মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত মো. রাসেল প্রকাশ নাক কাটা রাসেল (৩৫) নামে এক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল একই উপজেলার চুনতি ইউনিয়নের কালু সিকদার পাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র।

পুলিশ জানায়, ঘটনাস্থলে মাদকদ্রব্য ক্রয়বিক্রয়ের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রাসেল দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। পরে ধাওয়া করে আটক করে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি রাসেল ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করেছেন।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, গ্রেপ্তার রাসেল মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআক্রান্ত ১০ জনের মধ্যে ৯ জনই জানেন না তার হেপাটাইটিস রোগ হয়েছে
পরবর্তী নিবন্ধআলোর দিশা ফাউন্ডেশনের মোটিভেশনাল প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা