সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকায় ৩৭ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধারের একটি মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছরেও কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, টেকনাফের সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকার ভারতী ধর ও পটরানী ধর।
গতকাল চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সরওয়ার আলম এ রায় ঘোষণা করেন। এ সময় ভারতী ধর কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অন্যজন পটরানী ধর ঘটনার সময় থেকে পলাতক আছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আদালতসূত্র জানায়, ২০২২ সালের ৫ জানুয়ারি সীতাকুণ্ডের বড় দারোগাহাট ওজন স্কেল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নানা যানবাহনে তল্লাশি চলায় র্যাব। এ সময় তিশা প্লাটিনাম নামের যাত্রীবাহী একটি বাস থেকে দুই নারীকে ৩৭ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।