নগরীর চকবাজারে এক হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক দম্পতিকে ৫ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, মো. খোরশেদ প্রকাশ সোহেল এবং তার স্ত্রী নারগিস আকতার।
গতকাল চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় ঘোষণা করেন। এ সময় তারা দুজন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন।
আদালতসূত্র জানায়, ২০১৫ সালের মার্চে নগরীর চকবাজার এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ খোরশেদ ও নারগিসকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা দম্পতির বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে বিচারক চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।












