মাদক মামলায় দম্পতির ৫ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারে এক হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক দম্পতিকে ৫ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, মো. খোরশেদ প্রকাশ সোহেল এবং তার স্ত্রী নারগিস আকতার।

গতকাল চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় ঘোষণা করেন। এ সময় তারা দুজন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন।

আদালতসূত্র জানায়, ২০১৫ সালের মার্চে নগরীর চকবাজার এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ খোরশেদ ও নারগিসকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা দম্পতির বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে বিচারক চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধসন্তানদের অসুস্থতায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রামে প্রতি বছর ৬০ হাজার করে ইএফডি মেশিন বসানো হবে