ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ রোডের আজিম নগর এলাকায় ১৯২ বোতল এসকাফ সিরাপ উদ্ধারের মামলায় মো. মহসিন নামের এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি মাইজভাণ্ডার পশ্চিম পাড়া এলাকার শামসুল আলমের ছেলে। গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূইয়া এই রায় ঘোষণা করেন।
এ সময় মো. মহসিন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি উক্ত ১৯২ বোতল এসকাফ সিরাপসহ মো. মহসিনকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে গত বছরের ৩১ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মহসিনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।