৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল আলম জসিম বলেন, আবাসিক এলাকার পরিবেশকে মাদকমুক্ত ও বিশৃঙ্খলা মুক্ত রাখতে সকলকে সচেতন হতে হবে। এলাকাকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত রাখতে এলাকার কিশোর ও তরুণ সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। আগামী ৭ দিনের মধ্যে মাদক ব্যবসা ও সেবন না ছাড়লে ছবি ছাপিয়ে পোস্টার-ব্যানার টাঙিয়ে সমাজ ও পরিবারের কাছে মুখোশ উন্মোচন করা হবে। এলাকার জনগণকে সাথে নিয়ে জড়িতদের প্রশাসনের হাতে সোপর্দ করা হবে। মাদক ব্যবসা করে বড় বড় দালান, বাড়ি, দামী ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করা যায়। কিন্তু সমাজে মাথা উঁচু করে চলা যায় না। জানারখীল সুন্নী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. এরশাদ বলেন, যারা খেলোয়াড়ের মতো জার্সি বদল করার মতো বিএনপি ও আওয়ামী লীগ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন তাদেরকেও রাজনীতি পদপদবী হতে অব্যাহতি দেওয়া হবে। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ও জানারখীল সমাজের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. ফেরদৌস খোকন, জানারখীল সমাজের সভাপতি হাজী আবদুস সালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।