মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিল ইউপি চেয়ারম্যান

বাঁশখালীর সাধনপুর ।। ৫০০ লিটার মদ জব্দ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ৫০০ লিটার মদসহ মো. রাকিব (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে সাধনপুর ইউনিয়ন চেয়ারম্যান। এ সময় সাইফুল ইসলামসহ আরো ৭/৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী পালিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের বৈলগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার সোনা মিয়ার পুত্র মো. রাকিব, সাইফুল ইসলামসহ কয়েকজন বসে প্রায় ৫০০ লিটার দেশীয় মদ বোতলজাত করছিল। সেগুলো পরে বাইরে সরবরাহ করবে। এমন খবর পেয়ে সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামালের নেতৃত্বে ইউপি সদস্য মসিউল আলাম, আব্দুল হামিদ, মো. দেলোয়ার হোসেন, করুণাময় ভট্টাচার্য্য, গ্রাম পুলিশসহ অন্যরা বাড়ি ঘেরাও করে। এ সময় রাকিবকে ধরতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে তাকে জব্দকৃত মদসহ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামাল বলেন, এলাকাকে মাদক মুক্ত করতে জনতার সহযোগিতায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হবে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. কামাল উদ্দিন বলেন, মদসহ আটক রাকিবের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা