‘জীবনকে ভালোবাসি মাদক ছেড়ে খেলতে আসি’–এই প্রতিপাদ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম এবং হ্যাল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল ও টেবিল টেনিস খেলা গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। খেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (চট্টগ্রাম) ৩–২ গোলে হ্যাল্প মাদকাসক্তি নিরাময় দলকে পরাজিত করে। বিজয়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে উপ–পরিচালক হুমায়ুন কবির খন্দকার ২টি এবং অফিস সহায়ক আকাশ ১টি গোল করেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (চট্টগ্রাম) এর উপ পরিচালক হুমায়ুন কবির খন্দকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. মোরশেদ আলম সিপন। খেলা শেষে অতিথিবৃন্দ প্রীতি ফুটবল ও টেবিল টেনিস খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মাদকদ্রব্যের কুফল ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।