মাদক প্রতিরোধে সকলের সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি

মতবিনিময় সভায় বক্তারা

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন ‘ইকোনমিক রিইন্টিগ্রেশন অফ ড্রাগস রিকভারিজ’ প্রকল্পের উদ্যোগে সুস্থতাগামী মাদকসেবিদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে করণীয় বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে এক সমন্বয় সভা প্রকল্পের চট্টেশ্বরী রোডের কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। প্রকল্পটি চট্টগ্রাম শহরে মাদকনির্ভরতা কাটিয়ে সুস্থ জীবনে ফিরে আসা, রিকভারিদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে কাজ করা একমাত্র এনজিও প্রতিষ্ঠান। ক্ষুদ্র ব্যবসায় শর্তহীন অর্থ সহায়তা দেওয়া ছাড়াও সুস্থতাগামী মাদকসেবিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কাউন্সেলিং, চিকিৎসাসেবা, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণসহ নানাবিধ সুবিধা প্রদান করে থাকে। কারিতাস লুঙ্মেবার্গের অর্থ সহায়তায় পরিচালিত প্রকল্পটি ৬৮ জন সুস্থতাপ্রাপ্ত নারী ও পুরুষ মাদকসেবিকে অর্থ দিয়েছে। চলতি বছর আরও ৭০ জন রিকভারিং এডিক্টকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ব্রজলাল চাকমা, উপ পরিদর্শক আবু সাঈদ, মাদক নিরাময় কেন্দ্র আলোর পরিচালক শাহ জামান সহ প্রকল্পের উপকারভোগী ক্লায়েন্টবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে সকলের সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি। এখনই উদ্যোগ নেওয়া না হলে তরুণ প্রজন্মের বিশাল অংশ মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোছলেম উদ্দীন ও আবু ছালেহ দলের দুঃসময়ের নেতৃত্ব দিয়েছেন
পরবর্তী নিবন্ধশিক্ষিত জাতিকে নিয়েই হবে আগামীর স্মার্ট বাংলাদেশ