‘মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের দায়িত্ব পালন করতে হবে’

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

মাদকের করাল গ্রাস হতে শিক্ষার্থীদেরকে সুরক্ষা রাখতে অভিভাবকদেরকে দায়িত্ব পালন করতে হবে। নগরীর আমবাগান ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মুজিব বর্ষ পালন উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান হীরা এ আহ্‌বান জানান। আমবাগান ছিন্নমূল কার্যালয়স্থ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান তামান্না খানম নাজমার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিও মো. শিপন হোসেন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সংগ্রাম পরিষদের সভাপতি শহীদুল ইসলাম শহীদ।
অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান তামান্না খানম নাজমা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে ২৪ জন কৃতী শিক্ষার্থীদেরকে প্রত্যয়ন পত্র ও শিশুদের গল্পের বই উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী বনবিভাগের মাছের পোনা অবমুক্ত
পরবর্তী নিবন্ধউখিয়ায় বিদেশী পিস্তলসহ এক রোহিঙ্গা আটক