মাদক ছেড়ে দিলে কর্মসংস্থানের ব্যবস্থা

খুলশীতে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

খুলশী থানা বিট পুলিশিং কমিটি ৩০ এর উদ্যোগে তুলাতলীস্থ স্থানীয় মাদ্রাসা গেইট প্রাঙ্গণে সন্ত্রাস, মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ গতকাল সোমবার পলিটেকনিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিট পুলিশিং অফিসার এস. আই নুরুল আবসারের সভাপতিত্বে এবং বিট পুলিশিং কমিটির সদস্য ও নাসিরাবাদ পলিটেকনিকেল ইউনিট আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলশী থানার ওসি (তদন্ত) মো. শহিদুর রহমান। প্রধান অতিথি বলেন, আমরা চাই সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ। যারা মাদক ছেড়ে দিবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এতে বক্তব্য রাখেন মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মো. ফরিদ, মোতালেব সরকার, মুরিদুল আলম লিটন, মো. কামাল হোসেন, মো. আসাদ, মো. শফিকুল ইসলাম, মো.আব্দুল বাতেন, আবুল কাশেম, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম লিটন, প্রফেসর খায়ের উদ্দিন চৌধুরী, আলহাজ্ব আনোয়ারুল ইসলাম আনসারী, মাওলানা আবুল বাশার, প্রফেসর মাইন উদ্দিন চৌধুরী, আমির হোসেন, মোহাম্মদ ইউসুফ, সন্তোষ চক্রবর্তী, খুলশী থানার এএস আই হেলাল উদ্দিন, মিল্টন চক্রবর্তী, মো. মহিউদ্দিন জুয়েল, মো. উজ্জ্বল, মো. আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুয়েত সরকারের পদত্যাগ
পরবর্তী নিবন্ধ‘সুবিধাবঞ্চিত শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের সম্পদে পরিণত করা সম্ভব’