মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

নগরীতে মাদক কারবারি, চোর ও কিশোর গ্যাং সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মাদক কারবারি মো. দুলাল মিয়া প্রকাশ শাকিল, চোর মো. হাসান ও মেহেদী ইসলাম এবং কিশোর গ্যাংয়ের সদস্য মো. হেলাল। গতকাল শনিবার ভোর রাতে নগরীর সিআরবি ফাঁড়ি, স্টেশন রোড ও নিউ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় মাদক কারবারি মো. দুলাল মিয়ার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক কারবারি দুলালের বিরুদ্ধে কোতোয়ালী থানায় তিনটি এবং বাকি তিনজনের বিরুদ্ধে মাদক, চুরিসহ একাধিক মামলা রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধমেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ১০ম বিশেষ সাধারণ সভা