লোহাগাড়ায় আগামীর নিরাপদ বাসযোগ্য উপজেলা গঠনের লক্ষ্যে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম। সোমবার (১ লা সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের এই মতবিনিময় সভায় মুক্ত আলোচনা হয়। লোহাগাড়া উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক নাজিম উদ্দীন রানা, সাংবাদিক এম. দলিলুর রহমান, মনির আজাদ, সেলিম উদ্দিন মিজানুর রহমান প্রমুখ। মতবিনিময়কালে সাংবাদিকরা লোহাগাড়ায় বিরাজমান নানাবিধ সমস্যা ও অসঙ্গতির কথা তুলে ধরেন। সভায় ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি প্রচারে নয় কাজে বিশ্বাসী। পুরো উপজেলার বিরাজমান সমস্যা আমার একার পক্ষে দেখা সম্ভব নয়। আপনারা সমাজের দর্পণ, তাই আমাকে সেটা দেখিয়ে দেবেন। আমি আন্তরিকভাবে চেষ্টা করবো সেটির সমাধান করতে, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ এসব রোধে আমার গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। তিনি বলেন, উপজেলাবাসীর কল্যাণে সব বিষয় আমি উন্মুক্ত করবনা, কিছু সিদ্ধান্ত চমক হিসেবে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।