দোহাজারী হাইওয়ে থানা সংলগ্ন শঙ্খনদীর দক্ষিণ পাড়ে গড়ে উঠা রোহিঙ্গা কলোনি এবং পুরো কালিয়াইশ ইউনিয়নে অবৈধ জুয়া ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে দোহাজারী–কালিয়াইশের সর্বস্তরের জনসাধারণ। গতকাল শুক্রবার জুমার পর চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী বিওসি মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা আফিল উদ্দিন আহমেদ। ইলিয়াছ উদ্দীন সানির সভাপতিত্বে ও মো. সোহেল উদ্দীন এবং মাইনুউদ্দিন হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা এসএম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াইশ ইউনিয়ন শাখার আমির আবুল বশর ছিদ্দিকি, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা নাসির উদ্দিন খান, হারুনুর রশিদ বাহাদুর, জাহেদ হোসাইন, এমএ হামিদ, নজরুল ইসলাম, এড. সাদ্দাম হোসেন নিরব, শহিদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আছিফ, জিয়াদ উদ্দিন আহমেদ, মো. ইমরান, পারভেজ উদ্দিন, এনায়েত উল্লাহ জিসান, জিমরান উদ্দিন আহমেদ, মো. কায়েফ, আবদুল মোমেন, বালি দাশ, নিশাত, নোমান, আশপি, সাইরাজ, ফারুক, আবচার, রাফসান, মোহাম্মদ ফারুক, শাহেদ, মারুফ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দোহাজারী ও কালিয়াইশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এ কলোনিতে গড়ে উঠা মাদক ও জুয়া সিন্ডিকেট। এ সিন্ডিকেটকে সমূলে উৎখাত করতে না পারলে আগামীতে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আমাদের তরুণ প্রজন্ম। নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িতরা এ কলোনিতে অবস্থান করে। এ মাদক–জুয়া সিন্ডিকেট এবং বার্মা কলোনিটি উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।