মাদক ও কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ দমনে সচেতন হতে হবে

সিপিআরএসের সভায় বক্তারা

| শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

মানবাধিকার সংস্থা সিপিআরএস বিভাগীয় কমিটির উদ্যোগে মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ বিরোধী এক আলোচনা সভা শুক্রবার মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ডের ফাতেমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসাইন বেলালের সভাপতিত্বে ও মহিলা সম্পাদিকা আয়শা বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. কামরুল হোসেন, মো. মাইনুল ইসলাম, এস শওকত আলী খান বাদল, ৪১ নং ওয়ার্ড আ.লীগ নেতা মো. সেলিমসহ স্থানীয় মানবাধিকার ও সামাজিক নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ বিষয়ে সচেতন থাকতে শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৬ উদ্যোক্তাকে সম্মাননা
পরবর্তী নিবন্ধবিবেকানন্দ শিক্ষা পরিষদের ফ্রি চিকিৎসা সেবা