নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ডের বিট নং-৭৭, বন্দর থানা সিএমপির উদ্যোগে নতুন ২নং সাইট সমাজ কল্যাণ সংস্থার সংলগ্ন মাঠে এলাকার আইন শৃঙ্খলা, মদ জোয়া, অপরাধ, ইবটাজিং কিশোর গ্যাং উৎপাত বিষয়ক এক সভা গত ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিএমপি বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ শরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, হালিশহর ফাঁড়ি ইনচার্জ এসআই সাইদুল ইসলাম, বন্দর থানার এসআই মো. ইয়াছিন, এসআই হিরু, এসআই বাপ্পি দে, মুক্তিযুদ্ধের সংগঠক এজহার মিয়া (প্রকাশ মাইক এজার), হাজী এমডি মহসিন মুরাদ, জাহিদুল আলম মেম্বার, মো. মঞ্জুর কাদের, কামাল মেম্বার, মেম্বার মোজাম্মেল, ৩৮নং ওয়ার্ডে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুর রহমান, শোয়েব নিজাম, মনি, সুলাইমান, মো. মুজিব, আসিফ খান নয়ন, জাবেদ আলী, সাদ্দাম, মো. বাপ্পা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু। তিনি বলেন, পুলিশকে সবসময় প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নয়। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।