মাদকের মামলায় মিয়ানমার নাগরিকের ছয় বছরের সশ্রম কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:৩৪ পূর্বাহ্ণ

বাকলিয়া থানার একটি মাদকের মামলায় এক মিয়ানমার নাগরিকের ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইঞার আদালত এই রায় দেন। ওই ব্যক্তির নাম মো. সাদেক প্রকাশ ইলিয়াছ (২২)। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং শরণার্থী ক্যাম্প আমগাছ তলার মৃত জাহিদ হোসেনের ছেলে।

 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৩ আগস্ট নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় কঙবাজার থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। ২০২২ সালের ৬ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ জানান, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মিয়ানমারের নাগরিক মো. সাদেক প্রকাশ ইলিয়াছকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বাসা থেকে অজগর উদ্ধার, অবমুক্ত করল বন বিভাগ
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ১শ লিটার চোলাই মদ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার