মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) মো. আব্দুস সবুর মন্ডল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এরই আলোকে সারাদেশে মাদকের ভয়াবহতা রোধে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে। দ্রুত সময়ে যাতে দেশের মানুষ মাদকের বিরুদ্ধে কথা বলে সেই ধরনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ চলছে। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত দিয়ে যাতে মাদক দেশে ঢুকতে না পারে সে বিষয়েও সরকার উচ্চ পর্যায়ে কর্মপন্থা ঠিক করেছে। তারই আলোকে গেল ডিসেম্বর-২০২০ সালে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী অক্টোবরে ভারতের সাথেও অনুরূপ বৈঠকের কথা রয়েছে। এরপর আবারও আগামী ডিসেম্বরে মিয়ানমারের সঙ্গে এ সংক্রান্ত বৈঠক করার চিন্তা ভাবনা চলছে।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পর্যটন হোটেল নেটং এর সম্মেলন কক্ষে উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটির সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন ডিএনসির চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটোয়ারী, কঙবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী, কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. নাইম, ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার (কমন সার্ভিস), কঙবাজারের সহকারী পরিচালক রুহুল আমিন, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা, টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম প্রমুখ। এর আগে সকালে তিনি নাফনদী ও উপকূল পরিদর্শন করেন। এ সময় ইউএনওডিসি প্রতিনিধি দলসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।