মাদকের বিরুদ্ধে আরো সোচ্চার হতে হবে

আইনশৃঙ্খলা সভায় মোছলেম

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, আমার কাছে খবর আছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক কারবারিরা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সুতরাং এ বিষয়ে সবাইকে আরো বেশি সোচ্চার হতে হবে। গত বুধবার দুপুরে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বোয়ালখালী আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও আছিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, থানা ওসি আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম বাবুল ও ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।
সভায় উপজেলা হাসপাতালের সামনে থেকে সিএনজি অটোরিকশা স্টেশন সরানোসহ কালুরঘাট সেতুর দুই পাশে যানজট মোকাবেলায় দুজন ট্রাফিক পুলিশ মোতায়েনের কথা জানান এমপি। এছাড়াও আগামী ২ মার্চ বোয়ালখালীতে বিআরটিসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হবে বলে জানান মোছলেম। সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জুমের মাধ্যমে এর উদ্বোধন করবেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে সম্মাননা পাচ্ছেন ডা. বিদ্যুৎ বড়ুয়া
পরবর্তী নিবন্ধআজ সেলিম সোলায়মানের ৩টি বইয়ের পাঠ প্রতিক্রিয়া ও প্রদর্শনী