মাদকের পৃথক দুই মামলায় চারজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ৯:৫৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ ও খুলশী থানার পৃথক দুটি মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, চান্দগাঁওয়ের নয়ন মজুমদার, নোয়াখালীর বেলায়েত হোসেন, কক্সবাজারের ঈদগাঁওয়ের মো. শফিউল হক প্রকাশ ইমন ও টেকনাফের মো. আকতার হোসেন। গতকাল চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলম ও পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার পৃথক এই দুটি রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত চার আসামিই কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিটু কুমার শীল আজাদীকে বলেন, ২০২১ সালের ১৫ জুন চন্দনাইশের দোহাজারী এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, নয়ন মজুমদার, বেলায়েত হোসেন ও মো. শফিউল হক প্রকাশ ইমন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়। মামলার তদন্ত শেষে বিচার শুরু হয়। এরই ধারাবাহিকতায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য দিয়েছেন আটজন।

৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ আজাদীকে বলেন, ২০২১ সালের ২২ নভেম্বর খুলশী থানাধীন টাইগারপাস থেকে পাঁচ হাজার ১১০ পিস ইয়াবাসহ মো. আকতার হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি কক্সবাজারের টেকনাফের বাসিন্দা। এ ঘটনায় অধিদপ্তরের পক্ষ থেকে আকতারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল হলে গত বছরের ২৭ জুলাই আকতারের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। এরই ধারাবাহিকতায় আকতারের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধজাহাজ ডুবে নিখোঁজ যুবকের লাশ ভেসে এলো সীতাকুণ্ড উপকূলে
পরবর্তী নিবন্ধমশাল ও কেরোসিনসহ দুই বিএনপি নেতাকে পুলিশে দিল ছাত্রলীগ