মাদকের টাকা না দেওয়ায় পিতাকে কুপিয়ে মারল ছেলে

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলায় দুলাল রুদ্র (৬০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে তার পুত্র। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্রকে (২০) পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের রুদ্র পাড়া এলাকায় মাদকের টাকার জন্য পিতা দুলাল রুদ্রকে কুপিয়ে জখম করে পুত্র তপন রুদ্র। গুরুতর আহত দুলাল রুদ্রকে স্থানীয়রা প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুলাল রুদ্রের ছেলে তপন রুদ্র স্থানীয় চাম্বল মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন। পরে দোকান হারিয়ে দীর্ঘদিন বেকার হয়ে পড়েন তিনি। এ সময় মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে অভাবঅনটন আরও বেড়ে যায়। সোমবার সন্ধ্যায় তপন রুদ্র পিতার কাছে টাকা দাবি করে। পিতা টাকা দিতে রাজি না হওয়ায় পিতাপুত্রের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে, এতে দুলাল রুদ্র গুরুতর আহত হন।

এ ঘটনায় নিহত দুলাল রুদ্রের বড় ছেলে বিজয় রুদ্র (২১) বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি তপন রুদ্রকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, চাম্বলে পিতাকে কুপিয়ে জখম ও পরবর্তীতে মৃত্যুর ঘটনায় পুত্র তপন রুদ্রকে আটক করা হয়েছে। তার পরিবার একটি মামলা দায়ের করেছে, তা এজাহার হিসাবে গ্রহণ করে আইনী প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে টিসিবির ট্রাকসেলে পণ্য বিক্রি শুরু হচ্ছে ১০ আগস্ট
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিওয়াইডির প্রথম শোরুম উদ্বোধন