মাদকের টাকার জন্য সন্তান বিক্রি, পুলিশ ফিরিয়ে দিলো মায়ের কোলে

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মাদক সেবনের টাকা যোগাড় করার জন্য তিন মাস বয়সী নিজ কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছেন পিতা। পরে পুলিশ ওই সন্তানকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোনাইবির পাড়া এলাকায় এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়িত মাদকাসক্ত পিতা মো. মিরাজ উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই ওয়ার্ডের দরবেশহাট আকবর পাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র। এ ঘটনায় একইদিন মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী আসমাউল হুসনা (১৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামালার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ জুন ইসলামিক শরিয়াহ মোতাবেক মাদকাসক্ত মিরাজ উদ্দিনের সাথে আসমাউল হুসনার বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার যৌতুক হিসেবে একটি নতুন অটোরিকশা ও আসবাবপত্র দেন। বিয়ের পর থেকে মিরাজ যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। টাকা না দিলে কন্যাকে বিক্রির হুমকি দিতেন। ঘটনারদিন সকালে বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দিলে স্ত্রী অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে কোলে থাকা কন্যাকে ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ রাতেই মাদকাসক্ত মিরাজকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মতে উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া স্টেশন এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু সন্তান কিনে নেয়া লোকটি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত আসমাউল হুসনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিক্রিত কন্যা সন্তান উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। এ ঘটনায় মাদকাসক্ত মিরাজ উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। গতকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোহরার জলাবদ্ধতা সমস্যার সমাধান ও সড়ক সংস্কারের আশ্বাস মেয়রের
পরবর্তী নিবন্ধনেশার টাকা না পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা