চট্টগ্রাম নগরের নিবন্ধিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের এক জরুরি সভা ‘আলো’ সেন্টারে গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় কোভিড-১৯ পরবর্তী বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন-বর্তমানে নিরাময় কেন্দ্রসমূহ বিভিন্ন সমস্যা বিশেষ করে আর্থিক সংকটে ভুগছে। এমতাবস্থায় তারা সরকারের সহায়তা কামনা করেন। পাশাপাশি ২০১৭ সালের বিধিমালা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন আলো, দীপ, প্রশান্তি, ছায়ানীড়, এলার্ট, দীপ্তি, সেভার আলোর পথ, অংকুর, দৃষ্টি, শুকতারা, স্রোত, আভা, পরশ এর পরিচালকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।