মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন মা

ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় আবদুর রহিম (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন তার মা। গত সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাকের আলী পাড়ায় এ ঘটনা ঘটে। আবদুর রহিম ওই এলাকার আবদুস ছোবহানের পুত্র।

জানা যায়, উপজেলার প্রশাসনের উদ্যোগে গঠিত ওয়ার্ড ভিত্তিক আইনশৃঙ্খলা কমিটির কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে বাকের আলী পাড়ায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় এক মা তার মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ডাদেশ প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, মাদকসেবন করে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে আবদুর রহিম নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। এছাড়া দরবেশহাট ডিসি সড়কের আবদুল খালেক শাহ ঘাটা ও নেয়াজের টেক এলাকায় সন্ধ্যার পর বিনা কারণে বাহিরে অবস্থায় করায় ৫ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিআইডির দুই কর্মকর্তার সাক্ষ্য : ফোনালাপের সঙ্গে হাসিনার কণ্ঠস্বর ‘মিলেছে’
পরবর্তী নিবন্ধযাত্রী ছাউনি হয়ে গেল দোকান