বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর ওই যুবকের বাবা–মা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের ভরপাশা এলাকায় এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান। নিহত হাসান গাজী (২০) ভরপাশা এলাকার জাফর গাজী (৪৮) এবং নাজমা বেগমের (৪০) একমাত্র ছেলে।
প্রতিবেশী সুরুজ ও স্বজন শাহজাহান জানান, জাফর ও নাজমার দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেটি মাদকাসক্ত। নেশার টাকার জন্য বাবা–মাকে প্রায়ই মারধর করে। দুপুরে পাঁচ হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করে বাবা জাফর গাজীকে মারধর শুরু করেন হাসান। তখন নাজমা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে বাবা–মা মিলে ছেলেকে একটি পাইপ দিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই ছেলে হাসান মারা যান। পরে স্বামী–স্ত্রী দুজন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। খবর বিডিনিউজের।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিকাল ৪টার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান, তারা ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছেন। পুলিশ লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। লাশ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।