কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন প্রকল্প ইকোনমিক রিইন্টিগ্রেশন অফ ড্রাগ রিকভারিজ প্রকল্পের অধীনে মাদকনির্ভর ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে মোটিভেশনাল কাউন্সেলিং সেশন প্রকল্পের চকবাজার কাউন্সেলিং সেন্টারে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। মাদকনির্ভর ব্যক্তিদের পরিবারের করণীয় নিয়ে সেশনটি পরিচালনা করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তোফা হাকিম।
প্রকল্পটি মাদক প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পের অধীনে সুস্থতাগামী মাদকসেবিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কাউন্সেলিং, চিকিৎসাসেবা, ক্ষুদ্র ব্যবসায় অর্থ সহায়তা, পারিবারিক কাউন্সেলিংসহ বিভিন্ন উদ্যোগ চলমান রেখেছে। এরই ধারাবাহিকতায় পারিবারিক কাউন্সেলিং সেশনটি পরিচালনা করা হয়। কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদার স্বাগত বক্তব্যের মাধ্যমে সেশনের কার্যক্রম শুরু হয়। উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং অ্যান্ড জব প্লেসমেন্ট অফিসার শাহরিয়ার শিমুল। প্রেস বিজ্ঞপ্তি।