মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় তরুণদের উদ্যোগ ও চ্যালেঞ্জ

| সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বর্তমান সমাজে মাদক একটি মারাত্মক সমস্যা হিসেবেআবির্ভূত হয়েছে, যা শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তৃত। এই সমস্যা কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়; এটি পরিবার এবং সমাজের উপরও গভীর প্রভাব ফেলছে। মাদকাসক্তির ফলে তরুণদের মধ্যে চুরি, ছিনতাই এবং সন্ত্রাসের মতো অপরাধের প্রবণতা বেড়ে চলেছে। একই সাথে, মাদকের প্রভাব পরিবারগুলোকে ভেঙে দিচ্ছে এবং সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এখনই প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। প্রথমত, স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি চালু করা প্রয়োজন। দ্বিতীয়ত, তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় অনুশীলনে সম্পৃক্ত করা জরুরি। তৃতীয়ত, পরিবারের অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়া প্রয়োজন। তারা যেন সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন সম্পর্কে সচেতন থাকেন এবং প্রয়োজনে উপযুক্ত পরামর্শ দেন। চতুর্থত, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে তাদের তথ্য সরবরাহ করতে হবে, যাতে মাদক ব্যবসায়ীদের কার্যক্রম রোধ করা যায়। আমাদের স্লোগান হওয়া উচিত, ‘মাদককে না বলুন, সুস্থ জীবনকে হ্যাঁ বলুন।’ মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা সফল হলে, আমরা একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সক্ষম হবো। এ লক্ষ্যে প্রত্যেক নাগরিকের সচেতনতা এবং অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেজাম উদ্দীন

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধজীবন ঘোষাল : ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী
পরবর্তী নিবন্ধশরতের অদৃশ্য আয়না