মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয়ের উদ্যোগে গতকাল সকালে কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মাঠে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উক্ত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. সাঈদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. হুয়ায়ুন কবির খন্দকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারের সহকারী রাসায়নিক পরীক্ষক মো. শফিকুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক রেহেনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক রাজিব মিনা। উক্ত মাদক বিরোধী ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ একাদশ। আর রানার আপ হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মহিন চৌধুরী আকাশ।

পূর্ববর্তী নিবন্ধবরিশালকে হারিয়ে টানা তৃতীয় জয় রংপুরের
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত