মাদকদ্রব্য, চোরাই মালামাল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন চন্দ্রঘোনাকদমতলি ইউনিয়নের ফেরিঘাট ব্রিকফিল্ড এলাকার হাকিমের স্ত্রী রোশনারা (৪০), চন্দ্রঘোনা করিম সওদাগর বাড়ির শাহ আলমের ছেলে দেলোয়ার হোসেন (৪৫), ফেরিঘাট আবদুর রউফের ছেলে আবদুস সালাম (৪৮), নবগ্রাম ব্রিফফিল্ড এলাকার মো. সেলিমের ছেলে মো. আরমান (২৫), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. পারভেজ হোসেন (৩৪) ও পশ্চিন নতুন গ্রাম এলাকার জসিম আহম্মেদের ছেলে মো. আলাউদ্দিন (২০)। অভিযানে তাদের কাছ থেকে ৭৪৮ পিস ইয়াবা, ২৫ লিটার বাংলা মদ, ১৫০ পুরিয়া গাঁজা, ১টি ধামা, ৫টি দা, ১টি চাইনিজ কুড়াল, ৯টি ছুরি, ৬টি কাঁচি, ৪টি মোবাইল এবং নগদ ৪ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার সিগারেট জব্দ
পরবর্তী নিবন্ধশীতার্তদের পাশে বিভিন্ন সংগঠন