ভয়াবহ প্লেন দুর্ঘটনায় দেড় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় মাথা নত করে ক্ষমা চেয়েছেন জেজু এয়ারলাইনের প্রধান নির্বাহী এবং অন্যান্য কর্মকর্তারা। সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে ওই কোম্পানির প্রধান নির্বাহী কিম ই–বে এবং অন্যান্য কর্মকর্তাদের মাথা নুইয়ে ক্ষমা চাইতে দেখা গেছে।
কিম ই–বে জানিয়েছেন, এখন হতাহতের পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়টিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। প্লেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এয়ারলাইনের পক্ষ থেকেও ক্ষমা চেয়ে বার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, মুয়ান বিমানবন্দরে দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের কাছে আমরা জেজু এয়ার মাথা নত করে ক্ষমা প্রার্থনা করছি।
এই দুর্ঘটনার পর আমরা যা পারি সব ধরনের সহায়তা দিয়ে যাব। এই দুর্ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। জেজু এয়ারের ইতিহাসে এটাই প্রথম এ ধরনের হতাহতের ঘটনা। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কিন্তু কম বাজেটের এয়ারলাইন্স। দেশটির দমকল বিভাগের ধারণা পাখির আঘাত এবং খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান লি জিয়ং–হুন।