অভিনব এক সাইক্লিং চ্যালেঞ্জে দেশের সাইক্লিং অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিন তরুণ রাইডার। ২৪ ঘণ্টায় তিন পার্বত্য জেলা জয় করার লক্ষ্য নিয়ে পথে নামেন তারা, আর সেই লক্ষ্য পূর্ণ করেন মাত্র ১৭ ঘণ্টায়, যার মধ্যে ১০ ঘণ্টা ৩০ মিনিট সাইকেল চালিয়ে সম্পন্ন হয় এই দীর্ঘ যাত্রা।
চ্যালেঞ্জটি শুরু হয় ১৯ অক্টোবর রাত ১২টায় চট্টগ্রাম শহর থেকে। পাহাড়ি দুর্গম পথ ও কঠিন আবহাওয়া উপেক্ষা করে তাঁরা পৌঁছে যান বান্দরবান, সেখান থেকে রাঙ্গামাটি হয়ে অবশেষে খাগড়াছড়িতে গিয়ে সমাপ্ত করেন তাদের রাইড।
এই রোমাঞ্চকর অভিযানে অংশ নেন —সি.আর.এ স্টান্ট রাইডারস-এর মডারেটর মোহাম্মদ আরমান, বোয়ালখালী সাইক্লিস্টের মোহাম্মদ ইকবাল এবং হাটহাজারী সাইক্লিস্টের শরিফ।
তিনজনের এই টিম দীর্ঘ সময় ধরে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছিলেন চ্যালেঞ্জটি সফলভাবে সম্পন্ন করতে। তাঁদের মতে, “এটি শুধু এক দিনের রাইড নয়, বরং মানসিক দৃঢ়তা, শারীরিক ফিটনেস ও দলীয় স্পিরিটের এক অনন্য পরীক্ষা।”
তারা আরও জানান, বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্য ও প্রকৃতির মাঝে এই ধরণের রাইড আয়োজন করলে তরুণ সমাজের মাঝে সাইক্লিংয়ের প্রতি আগ্রহ ও স্বাস্থ্যসচেতনতা আরও বৃদ্ধি পাবে।
দেশের বিভিন্ন সাইক্লিং গ্রুপ ও অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যেই তাঁদের এই অর্জন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।