মাত্র এক হাজার টাকার জন্য পূর্বপরিকল্পিতভাবে পোশাক শ্রমিক শফিকুল ইসলাম শরীফকে খুন করে মোহাম্মদ এহেছান (২৬) ও তার সহযোগীরা। গতকাল মঙ্গলবার চান্দগাঁও থানা এলাকা থেকে এহেছানকে এবং পতেঙ্গা থানা এলাকা থেকে হত্যাকাণ্ডে অংশ নেওয়া তার সহযোগী বেলাল হোসেনকে (১৯) গ্রেপ্তারের পর এ তথ্য জানতে পারে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের সৈয়দ আজাদীকে বলেন, মূল আসামি এহেছান এক হাজার টাকা ধার নিয়েছিল শরীফের কাছ থেকে। ঘটনার আগের দিন এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে সেদিন রাতে এহেছান তার বন্ধুদের নিয়ে নিজের বাসায় বৈঠক করে। সেখানেই কৌশল নির্ধারিত হয়েছিল, টাকা দেওয়ার কথা বলে শরীফকে ডেকে নিয়ে কিছু একটা করবে।
তিনি জানান, ২১ মার্চ বিকেল সোয়া ৪টার দিকে এহেছান ও তার ৪/৫ জন বন্ধু শরীফকে (২২) পাওনা টাকা দেবে বলে উত্তর পতেঙ্গার ওয়াসা গলির জাকির হোসেন কন্ট্রাক্টর জামে মসজিদের সামনে আসতে বলে। শরীফ তার দুই বন্ধুকে নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে যায়। সেখানে টাকা পরিশোধের পরিবর্তে এহেছান ও তার সহযোগীরা শরীফ ও তার দুই বন্ধুকে মারধর করে। এহেছান এক পর্যায়ে শরীফের পিঠের উপরে বাঁ দিকে ছুরিকাঘাত করে। আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। শরীফকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাদীন অবস্থায় ২২ মার্চ ভোরে তার মৃত্যু হয়।
ওসি পতেঙ্গা বলেন, এ ঘটনায় শরীফের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেখানে এহেছানকে প্রধান আসামি করা হয়। পরে গতকাল চান্দগাঁও এলাকা থেকে তাকে ও পতেঙ্গা এলাকা থেকে তার সহযোগী বেলালকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।












